ক্ষেতের পর ক্ষেত জুড়ে মাচা। তার ওপর সবুজের মাঝে বেগুনি রংয়ের ফুল দোল খাচ্ছে। ফুলের সুগন্ধ ক্ষেতের আশ-পাশের এলাকাকে অন্যরকম এক সুগন্ধে সুবাসিত করে তুলেছে। শিম ক্ষেতের এই দৃশ্য গ্রামীণ প্রকৃতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। মনোমুগ্ধকর এ দৃশ্য ক্ষণিকের...